• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জলমহাল দখল নিয়ে সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৬:১১
সুনামগঞ্জ×দখল×বাবা×শিমুল×বাংলাদেশ×
আরটিভি নিউজ

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল গ্রামের পার্শ্ববর্তী ধামাই বিল জলমহালের দখল নিয়ে দুইটি মৎস্যজীবী সমিতির সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২০ জন। নিহতের নাম জইন উদ্দিন (৬৫)। তিনি তেরহাল গ্রামের আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতি লি. এর সদস্য ইকবাল হোসেনের বাবা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়তুন নবী। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ১০ জনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানান, দীর্ঘদিন ধরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের তেরহাল ধামাই বিল জলমহাল মালিকানা নিয়ে তেরহাল মৎস্যজীবী সমবায় সমিতি লি. ও তেরহাল আদর্শ সমবায় মৎস্যজীবী সমিতি লি. এর মধ্যে বিরোধ চলে আসছিল। জলমহালটির দখলে রয়েছে তেরহাল গ্রামের আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকালে বিলের দখল নিয়ে চেয়েছিল তেরহাল মৎস্যজীবী সমিতির হেলন মিয়াপক্ষের লোকজন। এ সময় তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতির হাবিব মিয়াপক্ষের লোকজন বাধা দিলে উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ আহত হয়। সংঘর্ষের পর আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির সদস্য ইকবাল হোসেনের বাবা জইন উদ্দিনকে রাস্তায় পেয়ে বেধরক মারপিট করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত জইন উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সংঘর্ষের ঘটনায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলমহাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্তিতি শান্ত রয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়তুন নবী আরটিভি নিউজকে জানান, দক্ষিণ সুনামগঞ্জের তেরহাল ধামাই বিল জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে জইন উদ্দিন নামে একজন নিহত হয়েছে। বেশ কয়েকজন আহত হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
রোববার যেসব এলাকায় ব্যাংক বন্ধ থাকবে 
X
Fresh