• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বরিশালে যৌন নিপীড়কের বিচারের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৫:৫৩
ঝালকাঠি×বরিশাল×মানববন্ধন×হা্ওলাদার×বাংলাদেশ×
ছবি সংগৃহীত

ঝালকাঠি জেলার নলছিটির রায়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী হাফছা আক্তার দিথীকে যৌন নিপীড়ন শেষে আত্মহত্যায় প্ররোচিত করায় বিচারের দাবিতে বরিশালে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচিতে হাফছার পরিবারসহ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।

প্রতিবেশী বখাটে যুবক মুরগি বিক্রেতা মামুন হাওলাদার হাফছাকে স্কুলে যাওয়ার পথে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। এ ঘটনা বখটে মামুনের বাবা ডালিম হাওলাদারকে জানানা হলেও কোনও প্রতিকার হয়নি। গেল বছরের ৩০ ডিসেম্বর সন্ধ্যার পর হাফছাকে ঘরে একা পেয়ে বখাটে মামুন শারীরিক নির্যাতন করে।এ কারণে হাফছা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার নেপথ্যে বখাটে মামুন দায়ী বলে হাফসা তার খাতায় লিখে রেখে যায়। এ ঘটনায় নলছিটি থানায় মামুনকে আসামি করে হত্যা মামলা করেন হাফসার বাবা। মামলা করায় মামুনের পরিবার হুমকি দিচ্ছে হাফসার পরিবারকে।

মানবন্ধনে হাফসার মা মর্জিনা বেগম এবং দিনমজুর বাবা নান্টু হাওলাদার দাবি করেন তাদের মেয়ে হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh