• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ব্রিজটি দেবে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীরা চরম দুর্ভোগে

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৩:৩০
দুর্ভোগে×আমিনবাজার×ফাটল×ব্রিজ×বাংলাদেশ×
আরটিভি নিউজ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজটি এক পাশে কিছুটা দেবে যাবার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। এ ঘটনায় যানবাহন চলাচলে ধীরগতি হওয়ায় মহাসড়কে তীর্ব যানজট দেখা দিয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর কর্মকর্তারা বলেন, গেলো দুই দিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজে ব্যাপক ফাটল দেখা দেয়। ব্রিজের নিচের আটটি ভিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। সেইসঙ্গে ব্রিজের এক পাশে দেবে গেছে। ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারি যানবাহন বন্ধ ঘোষণা করেছে। ব্রিজের এক পাশে যানচলাচল বন্ধ করে দিয়ে এক পাশ দিয়ে সীমিত আকারে যানচলাচলের জন্য উন্মক্ত রাখা হয়েছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

তীব্র যানজটে অনেক মানুষ পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এছাড়া যানজটে আটকা পড়েছে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ অনেক মানুষ। স্থানীয়রা দ্রুত ব্রিজটি মেরামত করে যানচলাচলের জন্য উন্মক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বলেন ব্রিজটি দ্রুত মেরামত করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
X
Fresh