• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ব্রিজটি দেবে যাওয়ায় ঢাকা-আরিচা মহাসড়কের যাত্রীরা চরম দুর্ভোগে

সাভার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৪ জানুয়ারি ২০২১, ১৩:৩০
দুর্ভোগে×আমিনবাজার×ফাটল×ব্রিজ×বাংলাদেশ×
আরটিভি নিউজ

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজার সালেহপুর ব্রিজটি এক পাশে কিছুটা দেবে যাবার পাশাপাশি ফাটল দেখা দিয়েছে। যেকোনো সময় বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের আশঙ্কা। এ ঘটনায় যানবাহন চলাচলে ধীরগতি হওয়ায় মহাসড়কে তীর্ব যানজট দেখা দিয়েছে।

সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর কর্মকর্তারা বলেন, গেলো দুই দিন ধরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারের সালেহপুর ব্রিজে ব্যাপক ফাটল দেখা দেয়। ব্রিজের নিচের আটটি ভিমের মধ্যে চারটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। সেইসঙ্গে ব্রিজের এক পাশে দেবে গেছে। ব্রিজটি সড়ক ও জনপদ বিভাগ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ভারি যানবাহন বন্ধ ঘোষণা করেছে। ব্রিজের এক পাশে যানচলাচল বন্ধ করে দিয়ে এক পাশ দিয়ে সীমিত আকারে যানচলাচলের জন্য উন্মক্ত রাখা হয়েছে। এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

তীব্র যানজটে অনেক মানুষ পায়ে হেঁটে নিজ গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এছাড়া যানজটে আটকা পড়েছে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ অনেক মানুষ। স্থানীয়রা দ্রুত ব্রিজটি মেরামত করে যানচলাচলের জন্য উন্মক্ত করে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) অতিরিক্ত প্রকৌশলী সবুজ উদ্দিন খাঁন বলেন ব্রিজটি দ্রুত মেরামত করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
X
Fresh