• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রাইখালীতে বন্য হাতির আক্রমণে ৩ কৃষাণি আহত

রাঙামাটি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ২০:৫৯
আহত×আক্রমণ×বুধবার×কোদাল×বাংলাদেশ×
আরটিভি নিউজ

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীর পূর্ব কোদালায় বন্য হাতির আক্রমণে তিন কৃষাণি গুরুতর আহত হয়েছেন। বুধবার সকালে রাইখালী ইউনিয়নের পূর্ব কোদালায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মাচিং প্রু মারমা (৫৫), আরেমা মারমা (৫০) ও হ্লামেচু মারমা (৩০)। আহতরা সকলেই রাইখালী পূর্ব কোদালা গ্রামের বাসিন্দা।

রাইখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সায়ামং মারমা জানান, আহতরা সকলেই তাদের নিজ জমিতে কৃষি কাজ করতে যাওয়ার সময় পথিমধ্যে একদল বন্য হাতি তাদের ওপর আক্রমণ করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিস্ট্রিয়ান হাসপাতালে নিয়ে আসেন।

চন্দ্রঘোনা খ্রিস্ট্রিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং জানান, আহত ৩ জনের মধ্যে ১ জনের অবস্থা গুরুতর। আহতরা চিকিৎসাধীন আছে।

এদিকে আহতদের দেখতে দুপুরে চন্দ্রঘোনা খ্রিস্ট্রিয়ান হাসপাতালে যান কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী ও কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
X
Fresh