• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

 আরটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর সাহায্য পেলো দৃষ্টিপ্রতিবন্ধী পরিবার

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ২০:০১
পরিবার×দৃষ্টি×আরটিভি×নিউজ×বাংলাদেশ×
আরটিভি নিউজ

নরসিংদীর রায়পুরা উপজেলার বাখরনগর ইউনিয়নের শিবপুর গ্রামে তিন দৃষ্টি প্রতিবন্ধী সন্তান নিয়ে মানবেতর জীবন পার করছে মা সুরাইয়া খাতুন গেল বছর ২৯ ডিসেম্বর আরটিভি অনলাইন নিউজে এমন সংবাদ প্রকাশ হলে বিষয়টি নজরে আসে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম গতকাল মঙ্গলবার ছুটে যান সেই দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের কাছে বাড়িয়ে দেন সহযোগিতার হাত সময় পরিবারটির আর্থিক উপার্জনের জন্য সংগঠনটির পক্ষ থেকে দুটি ছাগল কিছু হাস বিতরণ করা হয় পাশাপাশি পরিবারটির মাঝে কিছু শীতবস্ত্রও দেওয়া হয়

স্বামী মারা যাওয়ার পর থেকে দৃষ্টিপ্রতিবন্ধী দুই মেয়ে এক ছেলেকে নিয়ে কষ্টে জীবন পার করছিলেন সুরাইয়া খাতুন সন্তানদের আহার যোগাতে কখনো অন্যের বাড়িতে ঝিয়ের কাজ, কখনও বা বাড়ির পাশে ধানের খলা বয়লারে কাজ করতে হয়েছে তাকে তবে এতো ঘাত-প্রতিঘাত সহ্য করেও দৃষ্টিপ্রতিবন্ধী ছেলে ফারুক মিয়াকে পড়িয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র আশায় ছেলে উচ্চ শিক্ষিত হলে চাকরি করে একদিন সংসারের হাল ধরবে কিন্তু ছেলে অনার্স, মাস্টার্স পাশ করেও চাকরি না হওয়ায় এখনও সংসারের ঘানি টানতে হচ্ছে ৬০ বছরের এই বৃদ্ধা সুরাইয়া খাতুনকে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন পার করলেও এই পরিবারটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এগিয়ে আসেনি কেউ শুধুমাত্র তিনটি প্রতিবন্ধী ভাতার কার্ড ছাড়া মিলেনি কোনও সুযোগ সুবিধা অবস্থায় ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে মানবিক এই সহযোগী পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়ে পরিবারটি সংগ্রামী এই মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান ইন্সপিরেশন ওয়েল ফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম সময় তিনি আরটিভি নিউজকে জানান, প্রতিবন্ধীরা সমাজের কোনও বোঝা নয়, তাদের দু: কষ্টে এগিয়ে আসাটা আমাদের সবার নৈতিক দায়িত্ব সেই নৈতিক দায়িত্ববোধ থেকে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি তাদের পাশে দাঁড়িয়েছে

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
আরটিভিতে আজ যা দেখবেন
X
Fresh