• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আদিবাসী নারীকে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ১৬:১১
নারী×মানববন্ধন×চোর×ঘাটাইল×মধ্যবয়সী×বাংলাদেশ×
আরটিভি নিউজ

টাঙ্গাইলের ঘাটাইলে চোর সন্দেহে সন্ধ্যা রাণী নামে এক মধ্যবয়সী আদিবাসী নারীকে চার ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ আদিবাসী কোচ সমিতি।

আজ দুপুরে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সন্ধ্যা রাণীর পরিবার, আত্মীয়স্বজন, আদিবাসী ও এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বাংলাদেশ কোচ আদিবাসী ইউনিয়নের সভাপতি রূপচান বর্মনসহ আদিবাসী নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত, ঘাটাইল উপজেলার মালির চালা গ্রামের আদিবাসী নারী সন্ধ্যা রানীকে চোর সন্দেহে গাছে বেঁধে নির্যাতন করা হয়। এ ঘটনায় গেলো রোববার রাতে সন্ধ্যা রানী বাদী হয়ে ওই গ্রামের মনিরুল ইসলাম ভূঁইয়া, তারই ছেলে মোস্তফা ভূঁইয়া ও সজিব ভূঁইয়া এবং তার মেয়ে মোছা. খুকি ও সুমি আক্তার নামে মামলা দায়ের করেন। তবে এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১৯ এপ্রিল)
ট্রেনের ইঞ্জিনে ঝুলছিল অজ্ঞাত নারীর মরদেহ
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh