• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুপারি বাগানে মিললো মাদরাসা শিক্ষকের লাশ

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ১৪:০৬

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপারি বাগান থেকে শহিদুল ইসলাম হাওলাদার (৫০) নামে এক মাদরাসা শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জ উপজেলার দাসখালী গ্রামের আলমগীর হাওলাদারের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি শহিদুল ইসলাম হোগলাপাশা গ্রামের আব্দুল গনি হাওলাদের ছেলে। তিনি পার্শ্ববর্তী জেলা পিরোজপুরের নামাজপুর দাখিল মাদরাসার শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, সকাল ৭টার দিকে বাগান সংলগ্ন বাসিন্দা সুধারানী মজুমদার বাগানে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেয়া হয়।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, শহিদুল ইসলামের দেহে কোনও আঘাতের চিহ্ন নেই। সুপারি গাছে ওঠার কাজে ব্যবহৃত পাদি আর গাছের তলায় কিছু সুপারি এবং তার বুকে গাছে ওঠার দাগ রয়েছে। তিনি সুপারি গাছে ওঠায় গাছ ভেঙে পড়ে এবং গাছের ভাঙ্গা অংশে তার গলায় চাপা পড়ে মারা যেতে পারেন বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় এক কবর থেকেই উঠে আসছে শত শত লাশ
গাজায় হাসপাতালে মিলল গণকবর, ৫০ লাশ শনাক্ত 
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
X
Fresh