logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ জানুয়ারি ২০২১, ১২ মাঘ ১৪২৭

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ছবি
জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার ( ১৩ জানুয়ারি) সকালে সরিষাবাড়ী- ময়মনসিংহ সড়কের পুপলার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বড়বাড়িয়া গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে ছাইদুল ইসলাম(২৬) ও একই গ্রামের খোকন মিয়ার ছেলে আকাশ মিয়া(১৪)। 
সরিষাবাড়ি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাদের নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ছাইদুল ও আকাশ উপজেলার সেনাকৈর বাজারে যাচ্ছিলেন। বাজারে যাওয়ার পথে পৌর শহরের পুপলার মোড় এলাকায় পৌঁছালে ময়মনসিংহ দ্রুতগামী একটি বাস তাদের চাপা দেয়। এতে তাদের ঘটনার স্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রতিনিধি দল মরদেহ দুইটি উদ্ধার করে থানায় হস্তান্তর করে।

সরিষাবাড়ি থানার ওসি আবু মোহাম্মদ ফজলুল করিম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারে সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

জিএম/এসএস

RTV Drama
RTVPLUS