• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাঁশবাগানে মিললো ৯ স্বর্ণের বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৩ জানুয়ারি ২০২১, ০৯:৫৮
9 gold bars were found in the bamboo garden
বাঁশবাগানে মিললো ৯ স্বর্ণের বার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সীমান্তের চাকুলিয়া গ্রামের একটি বাঁশবাগান থেকে ৯টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত সোনার বারের আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে চাকুলিয়া গ্রামের একটি মাঠের বাঁশবাগান থেকে ওই স্বর্ণ উদ্ধার করা হয়। সীমান্তে ফুলবাড়ী ক্যাম্পের ইনচার্জ সুবেদার মো. শহিদুর রহমান বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মঙ্গলবার দিনগত রাতে এ তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান। তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদ পেয়ে চুয়াডাঙ্গা-৬ বিজিবির একটি টহল দল চোরাকারবারি ধরতে ওই এলাকায় অবস্থান নেয়। বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

তবে অভিযানের একপর্যায়ে ফুলবাড়ি সীমান্তের চাকুলিয়া গ্রামের বাঁশবাগানের ভেতর থেকে এক কেজি ৫০ গ্রাম (৯০ ভরি) ওজনের ৯টি স্বর্ণের বার জব্দ করা হয়। স্বর্ণের বারগুলো কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh