• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

হাতিয়ায় নিয়ম ভঙ্গ করায় দুটি ইটভাটা বন্ধ

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ১৯:৩২
ইটভাটা×বন্ধ×অধিদপ্তর×স্থাপনা×বাংলাদেশ×
আরটিভি নিউজ

সরকারি নিয়ম ভঙ্গ করে কৃষি জমিতে ইটভাটা স্থাপন করায় দুটি ইটভাটার সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এ সময় মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্সকে ১লাখ ও মেসার্স সাফদার ব্রিক্সকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের মেজিস্ট্রেট।

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার পৌরসভা দুই নম্বর ওয়ার্ডে ও চরকিং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে এই জরিমানার ঘটনা ঘটে।

জানা যায়, দীর্ঘদিন থেকে মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্স ও মেসার্স সাফদার ব্রিক্স নামে ইটভাটা দুটি সরকারি নিয়ম ভঙ্গ করে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। এই সংবাদ নিশ্চিত হয়ে মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মেজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার মাজহারুল ইসলাম ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান করেন। এ সময় ইটভাটা দুটি সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এদিকে নিয়ম ভঙ্গ করায় এ সময় মেসার্স মোজহার উদ্দিন ব্রিক্সের ম্যানেজার আবু তাহেরকে এক লাখ টাকা ও মেসার্স সাফদার ব্রিক্সএর মালিক আমজাদ সাফদারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে দুজনকে তিন মাসের জেল দেওয়া হয়। তবে জরিমানার টাকা পরিশোধ করে দেওয়ায় কাউকে জেলে যেতে হয়নি।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সিরাজুল ইসলাম ও সহকারী পরিচালক তানজিম তারেক।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন নিয়ম অমান্য করা অন্য ইটভাটায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিল বিএসএফ
টানা ৩ দিন যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
পরীক্ষার রুটিন পরিবর্তনের দাবিতে নওগাঁয় শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির এলিট প্যানেলে সৈকত
X
Fresh