• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হিলি স্থলবন্দরে আটকে থাকা চালগুলোর খালাস প্রক্রিয়া শুরু

হিলি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ১৬:৪২
চাল×হিলি×জটিলতা×আমদানি×বাংলাদেশ×
আরটিভি নিউজ

শুল্কায়ন মূল্য ও আদেশ জটিলতা কাটিয়ে উঠে অবশেষে গত তিন দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চালগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।

গতকাল সোমবার রাত ৯টা থেকে বন্দরে আটকে থাকা চালগুলো খালাস প্রক্রিয়া শুরু হয়।

গত শনিবার থেকে সোমবার পর্যন্ত তিন দিনে ৩১টি ট্রাকে এক হাজার ২৬৯ টন চাল আমদানি হয় যা বন্দরে আটকা ছিল।

যার কারণে আমদানিকারকদের অনেক ক্ষতির মুখে পরতে হয়েছে।

এসব চাল দেশের বাজারে প্রবেশ করলে চালের বাজার কমে আসবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলশুল্কস্টেশনের ডেপুটি কমিশনার সাইদুল আলম জানান, বন্দর দিয়ে গত তিন দিন ধরে আমদানিকৃত চালগুলো ছাড়করণ করতে পারিনি কিছু আইনি জটিলতা থাকার কারণে। বিষয়টি সমাধান হয়েছে বন্দরে আটকে থাকা চাল খালাস শুরু হয়েছে। আগামীতে যেসব চাল আসবে সেগুলো নিয়ে আর কোন সমস্যা হবে না। বন্দর দিয়ে দুজন আমদানিকারক চাল আমদানি করেছেন একজন আমদানিকারক ৪২৫ মার্কিন ডলার মূল্যে সেই মুল্যেই সেটি শুল্কায়ন করে ছাড় দেওয়া হবে। অপর আমদানিকারক ৩৫৬ মার্কিন ডলার মূল্যে চাল আমদানি করেছেন সেটি ৩৭০ মার্কিন ডলার মূল্যে শুল্কায়ন করে ছাড় দেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তথ্য সুরক্ষায় কোলোসিটির হাইব্রিড ক্লাউড পরিসেবা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৫ এপ্রিল)
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
শেয়ারবাজারের পতন ঠেকাতে নতুন নিয়ম চালু
X
Fresh