• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ডিসিকে ফোন করে প্রতিবন্ধীর পরিবার পেল ভ্যানগাড়ি

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ১২:৪৩
The disabled family got a van by calling DC
প্রতিবন্ধীর পরিবারকে ভ্যানগাড়ি হস্তান্তর করছেন জেলা প্রশাসক, ছবি: প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাফিয়া খাতুনের পরিবারকে ব্যাটারিচালিত ভ্যানগাড়ি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রীর পক্ষে নওগাঁর জেলা প্রশাসক। এর আগে জেলা প্রশাসককে কল করে ওই দৃষ্টি প্রতিবন্ধীর পরিবার সহযোগিতা চাইলে এ উপহার পান।

দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাফিয়া খাতুনের বাড়ি রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের খট্টেশ্বর গ্রামে।

মাফিয়া খাতুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগে দ্বিতীয়বর্ষে লেখাপড়া করেন। তারা পরিবারের পাঁচজন সদস্য। তার বাবা ছিলেন একজন ভ্যানচালক। ভ্যান চালিয়ে সংসার চালাতেন। মাফিয়া খাতুনের বাবা আমজাদ হোসেন ফকির গত সাড়ে চার মাস আগে মারা যান। মারা যাওয়ার ১০ দিন আগে মাফিয়া খাতুনের বাবার ভ্যানগাড়িটি চুরি হয়ে যায়। এরপর থেকেই পরিবারের লোকজন নিয়ে মানবেতর জীবন যাপন করছিলেন।

প্রধানমন্ত্রীর পক্ষে নওগাঁ জেলা প্রশাসক ওই দৃষ্টি প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মাফিয়া খাতুনের পরিবারকে ৫০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি প্রদান করেন। সোমবার সকালে রাণীনগর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ওই দৃষ্টিপ্রতিবন্ধীর পরিবারের হাতে ভ্যানগাড়িটির চাবি তুলে দেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর অর রশীদ।

এ সময় উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল মামুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শহিদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম।
জিএম/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনের আগেই উত্তপ্ত এফডিসি
চলচ্চিত্র দিবসে বিএফডিসিতে যত আয়োজন
অটিস্টিক ও প্রতিবন্ধীরা আমাদের পরিবার ও সমাজেরই অংশ : রাষ্ট্রপতি
উপজেলা নির্বাচনে আপিল নিষ্পত্তি করবেন ডিসিরা
X
Fresh