• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বরিশালে থানায় ঢুকে হামলার ঘটনায় ৪ যুবক আটক

বরিশাল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১২ জানুয়ারি ২০২১, ০৮:৫১
4 youths arrested in Barisal police station
বরিশালের উজিরপুর থানায় ঢুকে প্রতিপক্ষকে হামলার ঘটনায় আটক ৪ যুবক

বরিশালের উজিরপুরে থানায় ঢুকে পুলিশের সামনে প্রতিপক্ষ যুবককে মারধরের সময় বাধা দিতে গিয়ে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ইভটিজিংয়ে অভিযুক্ত উজিরপুরের ইচলাদী বাসস্টান্ডে আজিজ ফকিরের ছেলে নোমান ফকির অনিক (২৪) এর বাবার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে হামলা চালায় ইভিটিজিংয়ের শিকার মেয়ের অভিভাবকরা। এসময় স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ অনিককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে ইভটিজিং এর শিকার শিক্ষার্থীর ভাই মুন্ডপাশা গ্রামের সজিব হাওলাদার, মাইনুল ইসলাম রাজীব, হাসান শেখ, সাইফুল ইসলাম, সজল হাওলাদারসহ ৬-৭ জন থানায় ঢুকে ইভটিজার অনিকের উপর হামলা চালায়। এসময় থানার কর্তব্যরত ডিউটি অফিসার এসআই সুদেব ও এসআই মাহাবুব এবং এএসআই হাসান তাদেরকে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে পুলিশের উপর হামলা চালায়।

উজিরপুর মডেল থানা পুলিশের জিয়াউল আহসান জানান, পুলিশের ওপর হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের পরামর্শ অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিমানবন্দরের বাউন্ডারি ভেঙে বাসচাপায় প্রকৌশলী নিহত, চালক গ্রেপ্তার 
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
কেন ইরানের ইস্পাহানকেই টার্গেট করল ইসরায়েল 
ইরানে বিস্ফোরণ: মার্কিন গণমাধ্যম বলছে ইসরায়েল হামলা করেছে
X
Fresh