লক্ষ্মীপুরে বেঙ্গল সিমেন্টের শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত
লক্ষ্মীপুরে নির্মাণ শ্রমিকদের নিয়ে বেঙ্গল সিমেন্টের শিল্পীরাজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১০ জানুয়ারি) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেঙ্গল সিমেন্টের কুমিল্লা ডিভিশনের প্রধান সিনিয়র ম্যানেজার শরিফুল হাসান তপু, কুমিল্লা রিজিওনাল সেলস ম্যানেজার সুবীর মজুমদার, লাকসাম এরিয়া ম্যানেজার মো. জালাল উদ্দিন সরকার, নোয়াখালী জেলার পরিবেশক মনির হোসেন বাবু। অনুষ্ঠান সঞ্চালনায় করেন, নোয়াখালী রিজিওনাল ইনচার্জ মো. মাসুদুর রহমান।
এতে বেঙ্গল সিমেন্টের জেলা ও উপজেলার পরিবেশকসহ শতাধিক স্থানীয় নির্মাণ শ্রমিক অংশগ্রহণ করেন। পরে র্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ী দশজনকে পুরস্কৃত করা হয়।
জিএম/এসএস