• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কেওয়াই স্টিলের সাবেক নির্বাহী পরিচালকের বিরুদ্ধে

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২১, ২৩:১৪
৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কেওয়াই স্টিলের সাবেক নির্বাহী পরিচালকের বিরুদ্ধে
ফাইল ছবি

কেডিএস শিল্প গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কেওয়াই স্টিল মিলসের সাবেক নির্বাহী পরিচালক মনির হোসেন খানের বিরুদ্ধে ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ করেছেন কেওয়াই স্টিল কর্তৃপক্ষ।
আজ সোমবার (১১ জানুয়ারি) রাত আটটার দিকে প্রতিষ্ঠানের কর্মকর্তা এ অভিযোগ করেন।

কেওয়াই স্টিল কর্তৃপক্ষ থেকে জানান, এ টাকা উদ্ধারে ঢাকা ও চট্টগ্রামের আদালতে প্রায় ২২টিরও বেশি মামলা করা হয়েছে। তাদের দাবি, টাকা আত্মসাৎ করে আমেরিকায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুলেছেন মনির হোসেন খান। তার সাথে অনেক বার যোগাযোগের চেষ্টা করা হলে তা আর সম্ভব হয় নাই। যতবার তার ঠিকানায় বার্তা পাঠিয়েছি কোনও উত্তর পাওয়া যায়নি।
এদিকে আদালতের রায় না আসা পর্যন্ত মনির হোসেন যেন দেশ ছেড়ে যেতে না পারে সে ব্যাপারে দৃষ্টি রাখার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

জিএম/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গ্রামীণ ব্যাংকের দুই কর্মকর্তার কারাদণ্ড
স্বামীকে দুলাভাই পরিচয় দেওয়া সেই মিম রিমান্ডে
অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক এমপি তানভীর ইমামের বিরুদ্ধে মামলা
ড. ইউনূসের বিরুদ্ধে দুদকের চার্জশিট জমা
X
Fresh