• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার       

নরসিংদী সংবাদদাতা, আরটিভি নিউজ

  ১১ জানুয়ারি ২০২১, ১২:০২
মরদেহ×নাইমুর×চিনিশপুর×বাংলাদেশ×কোম্পানি×
আরটিভি নিউজ

নরসিংদী শহরের ভেলানগর চিনিশপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে নাইমুর রহমান(২৪) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত নাইমুর রহমান নাটোরের তারা নগর গ্রামের শফিকুর রহমানের ছেলে।

তিনি সেঞ্চুরি এগ্রো লিমিটেড নামে একটি ভেটেনারি ওষুধ কোম্পানির বিক্রয় কর্মকর্তা ছিলেন।

নরসিংদী মডেল থানার এসআই নূর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ঘটনাস্থল থেকে নিহতের ব্যাবহৃত মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহত নাইমুর রহমান গেলো দুই মাস আগে সেঞ্চুরি এগ্রো লিমিটেড কোম্পানিতে বিক্রয় কর্মকর্তা হিসেবে নরসিংদীতে কাজে যোগদান করেন। তিনি নরসিংদী শহরের ভেলানগরে ঢাকা বাসস্ট্যান্ডের পেছনে একটি মেসে ভাড়া থাকত। গতকাল রোববার রাতে কাজ শেষে মেসে গিয়েছিল৷ সকালে তার নিহতের খবর পাই। সদর মডেল থানার এস আই নূর হোসেন জানান, এলাকাবাসী লাশ পরে থাকতে দেখে আমাদেরকে খবর দেয়। নিহতের দুই হাতে ও বুকের বাম পাশের ধারালো ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা তাকে কি কারণে হত্যা করেছে সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দায়িত্ব নিয়েই যে চ্যালেঞ্জ নিলেন মুশতাক আহমেদ
ব্যাংক একীভূতকরণ নিয়ে যা জানাল বাংলাদেশ ব্যাংক
৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
X
Fresh