• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৯ জানুয়ারি ২০২১, ২২:২৭
Making food in unhealthy environments, fines three companies
একটি বেকারি ও দুটি রেস্টুরেন্টকে জরিমানা করা হয়, ছবি: প্রতিনিধি

নওগাঁর পত্নীতলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে একটি বেকারি ও দুটি রেস্টুরেন্টকে ৫৬ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৫। শনিবার (৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।

জরিমানাকৃতগুলো বেকারি ও রেস্টুরেন্ট হলো-ঝর্ণা বেকারী, নিউ মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট ও মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্ট।

র‌্যাব-৫ শনিবার (৯ জানুয়ারি) রাত ৯টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফজলুল হক এবং পত্নীতলা উপজেলার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা সুলতানা, সহকারী কমিশনারসহ (ভূমি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং সরবরাহ করার অপরাধে ঝর্ণা বেকারীর ম্যানেজার আব্দুর রাজ্জাককে ৫০ হাজার টাকা, নিউ মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার মোশারফ হোসেনকে ৪ হাজার টাকা ও মদিনা হোটেল এন্ড রেস্টুরেন্টের ম্যানেজার গিয়াস উদ্দিনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh