• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, আহত ২

স্টাফ রিপোর্টার, রাজশাহী

  ০৯ জানুয়ারি ২০২১, ১৮:৩৬
Training plane crashes in Rajshahi, 2 injured
রাজশাহীতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ছবি: আরটিভি

রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে পরপর দুটি চাকা ভেঙে দুর্ঘটনার কবলে পড়েছে গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ বিমান নং-S2-AFK। এ ঘটনায় প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান ও প্রশিক্ষণার্থী রায়হান গফুর আহত হয়েছেন। দুর্ঘটনার পর তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। শনিবার বিকেল ৩টা ১০ মিনিটের দিকে শাহ মখদুম বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

রাজশাহীর এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ ওসি নুর আলম সিদ্দিক জানান, গ্যালাক্সি ফ্লাইং একাডেমির একটি প্রশিক্ষণ S2-AFK বিমানটি চালাচ্ছিলেন চিপ ফ্লাইং প্রশিক্ষক ক্যাপ্টেন মশিউর রহমান। শনিবার বিকেলে উত্তর দিক থেকে অবতরণ করার সময় রানওয়ে এর মাঝামাঝি স্থানে এসে পেছনের ডান পাশের একটি চাকা গোড়া থেকে ভেঙে যায়। পরে পুনরায় আকাশে উড্ডয়নের চেষ্টা করলে হুমড়ি খেয়ে সামনের বড় চাকাটি ভেঙে যায়। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও অল্পের জন্য বেঁচে গেছেন প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থী।

ঘটনার পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রশিক্ষণার্থীকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চেন্নাইকে বিধ্বস্ত করে জয়ে ফিরলো লখনৌ
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ঈশ্বরদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ২০
রাজশাহীতে ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 
X
Fresh