• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চলছে: তথ্যমন্ত্রী

রংপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৮ জানুয়ারি ২০২১, ১৬:৫৮
Vaccine propaganda is going on: Information Minister
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, করোনায় পথেঘাটে মানুষ মরে পড়ে থাকবে বলে যারা প্রচার করেছিল তারাই এখন ভ্যাকসিন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। দেশে যথাসময়েই ভ্যাকসিন আসবে।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর সফরে এসে সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বলেন, বিশ্বের অনেক দেশের চেয়ে বাংলাদেশের গণমাধ্যম অবাধ স্বাধীনতা ভোগ করছে। অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বলেন, প্রতিটি বিভাগীয় শহরে বিটিভির একটি করে কেন্দ্র হচ্ছে, যা খুব শিগগিরই চালু হবে।

এর আগে রংপুর জেলা প্রশাসন, মেট্রোপলিটন ও জেলা পুলিশ তথ্যমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করে গার্ড অব অনার প্রদান করেন। পরে মন্ত্রী বিটিভির উপকেন্দ্র ও বেতার পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দলের স্থানীয় নেতাকর্মীদের সাথে সার্কিট হাউজে মতবিনিময় করেন।
এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্লেষণী গোয়েন্দা প্রতিবেদন দাখিল করে পুরস্কার পেলেন পুলিশ কর্মকর্তা
করোনা টিকায় স্নায়ুতে দেখা দিতে পারে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া!
ক্যানসারের ভ্যাকসিন আনছে রাশিয়া!
প্রযুক্তির মাধ্যমে অপপ্রচার বন্ধের উদ্যোগ নেওয়া হবে : তথ্য প্রতিমন্ত্রী
X
Fresh