logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

বড় ভাইকে হত্যা মামলায় ছোট ভাই আটক

ভাই×হত্যা×হিলি×দিনাজপুর×আটক×
আরটিভি নিউজ
দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বড় ভাই মোক্তারুল ইসলামকে হত্যা মামলায় ছোট ভাই রুহুল আমিনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

গতকাল শুক্রবার সকাল সাড়ে  আটটায় হিলি সীমান্তের মংলা বাজার বিদেশি পাড়া থেকে তাকে আটক করা হয়।  বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহীদ আরটিভি নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আসামি রুহুল আমীন উপজেলার মংলা বাজারে বিদেশি পাড়াতে অবস্থান করছে।

পরে সকালে সেখানে থানার অফিসারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে আসামিকে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে হাকিমপুর উপজেলার এক নম্বর খট্রামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর গ্রামে মৃত সাইফুল ইসলামের দুই ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়।

এসময় ছোট ভাই রুহুল আমিন কাঠের বাটাম দিয়ে বড় ভাই মোক্তারুল ইসলামকে আঘাত করে। ছোট ভাইয়ের বাটামের আঘাতে বড় ভাই ঘটনাস্থলে মারা যান। এ সময় নিহতের স্ত্রী আনজুয়ারা স্বামীকে বাঁচাতে গেলে গুরুতর আহত হন। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন।

জেবি

RTV Drama
RTVPLUS