• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বড়াইগ্রামে দুটি গন্ধগোকুল উদ্ধার

নাটোর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ জানুয়ারি ২০২১, ১৮:০৯
নটোর×রাজশাহী×বড়াইগ্রাম×উপজেলা×বাংলাদেশ×
আরটিভি নিউজ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রয়না মোড় এলাকার একটি বেসরকারি সংস্থার অফিসে ভেতরে আটকে পড়া অবস্থায় দুটি গন্ধগোকুল প্রাণী উদ্ধার করেছে এলাকাবাসী।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গন্ধগোকুল প্রাণী দুটি রয়না মোড়ে বন্ধ থাকা জাতীয় তরুণ সংঘ (জেটিএস) কার্যালয়ে ঢুকে আর বের হতে পারেনি।

এ সময় স্থানীয় তরুণরা প্রাণী দুটি উদ্ধার করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় লক্ষ্মীকোল বাজারের পাশে একটি বড় জঙ্গলে অবমুক্ত করা হয়।

এ সময় বড়াইগ্রাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদীন চান্দু, বড়াইগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী গাজী, সমাজসেবক গোলাম মোস্তফা তারা ও রবিউল করিমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, প্রাণী দুটির নাম গন্ধগোকুল।এর বৈজ্ঞানিক নাম Paradoxurus hermaphroditus। এরা নিশাচর প্রাণী, মূলত এরা বিভিন্ন ফল কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল)
মিয়ানমারে গৃহযুদ্ধ : একদিনে বিজিপির আরও ২৪ সদস্য বাংলাদেশে
রাজশাহী নগরীর নিউ মার্কেটের একটি দোকানে আগুন
ধর্ম-কর্মে সময় কাটছে চিত্রনায়ক মেহেদির
X
Fresh