• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লাবাসী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না : সিইসি

আরটিভি অনলাইন রিপোর্ট, কুমিল্লা

  ২৫ মার্চ ২০১৭, ১৬:২০

কুমিল্লার মানুষ সিটি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে না বলে আশা জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। তিনি বলেন, এ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু হবে।

শনিবার জেলা শিল্পকলা মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তাদের সঙ্গ মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সিইসি কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন, নির্বাচনে কারো প্রতি শৈথিল্য দেখানো যাবে না। ভোটকেন্দ্রে দলীয় প্রভাবশালী ব্যক্তি অকারণে প্রবেশ করলে তাকে কঠোরভাবে দমন করতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মুখলেছুর রহমান।

আসছে ৩০ মার্চ কুমিল্লা মহানগরের দু’লাখ সাত হাজার ৫৬৬ ভোটার নির্বাচিত করবে তাদের জনপ্রতিনিধি। এদের মধ্যে পুরুষ এক লাখ দু’হাজার ৪৪৭ জন এবং নারী এক লাখ পাঁচ হাজার ৫৬৬ জন। ৬৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে ৪২১টি ভোটকক্ষে।

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এবার মেয়র পদে তিনজন, সাধারণ কাউন্সিলর পদে ১১৪ এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন প্রার্থী লড়ছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh