logo
  • ঢাকা সোমবার, ২৫ জানুয়ারি ২০২১, ১১ মাঘ ১৪২৭

সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত

দুর্ঘটনা×চালক×বাংলাদেশ×নছিমন×ট্রাক×
ফাইল ছবি
যশোরে সড়ক দুর্ঘটনায় এক নছিমন চালক নিহত হয়েছেন।

যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা নামক স্থানে নছিমন-ট্রাক সংঘর্ষে তিনি নিহত হন।

নিহত নছিমন চালক তুফান আলী (২৬)। তার বাড়ি সাতক্ষীরায়।

চাঁচড়া পুলিশ ফাড়ির পরিদর্শক রকিবুজ্জামান আরটিভি নিউজকে বলেন, নছিমন চালক তুফান আলীর মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

জেবি

RTV Drama
RTVPLUS