• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

তিন মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম করলো বখাটে

ফেনী প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১৯:১২
জখম×বাংলাদেশ×মেয়ে×উপজেলা×বাবা×
ফাইল ছবি

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের উত্তর আলীপুরে মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় আবদুল হক চৌধুরী (৫৮) নামের এক বাবাকে পিটিয়ে জখম করেছে আবুল হাসনাত নামের এক বখাটে। হাসনাত উত্তর আলীপুর ইদ্রিস মিয়ার নতুন বাড়ির মৃত ইদ্রিসের ছেলে। গতকাল সোমবার দাগনভূঞা থানায় আবদুল হক বাদী হয়ে অভিযোগ দিয়েছেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী সূত্র জানায়, আবদুল হকের তিন মেয়েকে বখাটে আবুল হাসনাত দীর্ঘদিন যাবত বিভিন্ন সময় যাওয়া-আাসর পথে প্রায় উত্ত্যক্ত করত। এই নিয়ে তাকে বেশ কয়েকবার নিষেধ করলেও তা না শুনে সে মেয়েদের উত্ত্যক্ত করার পরিমাণ বাড়িয়ে দেয়। সোমবার সকালে হাসনাত মেয়েদের নাম নিয়ে আজেবাজে কথা বলে ওইসময় আবদুল হক নিষেধ করে। এতে তার ওপর চড়াও হয়ে ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে আবদুল হকের মাথার দুই অংশ ফেটে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ আরটিভি নিউজকে জানান, ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
তাপপ্রবাহে ‘অতি উচ্চঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ
বাংলাদেশ সিরিজের দল ঘোষণা জিম্বাবুয়ের
মিয়ানমারের কারাগার থেকে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি
X
Fresh