• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শিশুকে ধর্ষণের পর হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১৭:৫৯

রাজবাড়ীতে এক শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক শারমিন নিগার এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের বশারত হোসেনের ছেলে সাঈদ। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- আলাল, মহির ও রনি।

রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট উমা সেন জানান, ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত প্রধান আসামি সাঈদকে ফাঁসি এবং আলাল, মহির ও রনি নামের অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৫ মে পাংশা উপজেলার কুটিমালিয়াট গ্রামের আট বছরের ওই শিশু একটি আমবাগানে আম কুড়াতে গেলে সেখানে তাকে ধর্ষণের পর হত্যা করে মাটি চাপা দেয়া হয়। ২৮ মে মরদেহ শনাক্ত করে পুলিশ। ওইদিনই শিশুটির বাবা পাংশা মডেল থানায় মামলা করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিষেককে গোপনে বিয়ে, আত্মহত্যা করতে গিয়েছিলেন জাহ্নবী
‘ইসরায়েলি ভাস্করের পুরস্কার নিয়ে গণহত্যাকে সমর্থন করেছেন ড. ইউনূস’
গাজায় গণহত্যা চলছেই, যুদ্ধবিরতির প্রস্তাব মানছে না ইসরায়েল
টিপু-প্রীতি হত্যা মামলায় আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের শুনানি পেছাল
X
Fresh