• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

মঠবাড়িয়ায় ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১৬:২৬
মঠবাড়িয়ায় ৫ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৪ জানুয়ারি) রাতে মঠবাড়িয়া বন বিভাগ এই অজগরটি উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৪ জানুয়ারি) উপজেলার সাপলেজা বাজার সংলগ্ন আলতাফ হোসেন মৃধার বাড়ির উঠানে অজগর সাপটি স্থানীয় লোকজন দেখতে পায়। পরে সেনেটারি রিং স্লাব ব্যবসায়ী আব্দুল জলিল সাপটিকে ধরে একটি খাঁচায় বন্দি করেন। মুহূর্তের মধ্যে সাপ ধরার খবর আশপাশে ছড়িয়ে পরলে লোকজন সাপটিকে দেখতে ভিড় জমায়।

মঠবাড়িয়া উপজেলা বন কর্মকর্তা মো. ফকর উদ্দিন জানান, জলিলের বাড়িতে খাঁচায় বন্দি অজগর সাপটিকে সোমবার রাতে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ জানুয়ারি) সকালে বন বিভাগের শরণখোলা রেঞ্জের কর্মকর্তাদের মাধ্যমে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি : ড্যানি সিডাক (ভিডিও)
বাড়িতে অজগর পুষছেন সৃজিত
কলেজের সামনে ঘুরছিল ১২ ফুট লম্বা অজগর
X
Fresh