• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভাঙচুর ও অগ্নিসংযোগের বিচার চান কাউন্সিলর প্রার্থী

টাঙ্গাইল (দক্ষিণ প্রতিনিধি), আরটিভি নিউজ

  ০৫ জানুয়ারি ২০২১, ১৫:২৭
ভাঙচুর×সংযোগ×পৌরসভা×অগ্নিসংযোগে×বাংলাদেশ×
আরটিভি নিউজ

আসন্ন পৌরসভা নির্বাচনে টাঙ্গাইল পৌর এলাকার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. আনিছুর রহমান আনিছের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছেন তিনি।

গত ২৭ ডিসেম্বর রাতে বাগানবাড়ী এলাকার প্রার্থীর নিজ বাড়িতে অবস্থিত নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ওই দিন কাউন্সিলর পদপ্রার্থী মো. আনিছুর রহমান আনিছ টাঙ্গাইল সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল হাসানের কাছে মৌখিকভাবে অভিযোগ করেন।

সেইসঙ্গে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেনের কাছেও লিখিত অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে প্রার্থী মো. আনিছুর রহমান আনিছ বলেন, রাতের আঁধারে আমার নির্বাচনী ক্যাম্পে বর্তমান কাউন্সিলর মেহেদী হাসান আলীম এবং সাবেক কাউন্সিলর সালাউদ্দিন হায়দারের সহযোগীরা ভাঙচুর চালায় পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। আমি এর বিচার চাই।

এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন আরটিভি নিউজকে বলেন, আমি একটি মৌখিকভাবে ও লিখিত অভিযোগ পেয়েছি। অবশ্যই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh