• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইবি শিক্ষককে হত্যার হুমকি দিলো সহকারী প্রক্টর

ইবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০১ জানুয়ারি ২০২১, ২২:২৭
Assistant Proctor threatened to kill EB teacher
অভিযুক্ত ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান ও জিডির কপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার দুপুর ১২টার দিকে ক্যাম্পাসের আবাসিক এলাকায় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর এমএম নাসিমুজ্জামান তাকে এ হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আলতাফ হোসেন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ডায়েরি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টার দিকে গাছ লাগানো নিয়ে বাকবিতণ্ডা হয় ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান ও আল-ফিকহ বিভাগের সহকারী অধ্যাপক আলতাফ হোসেনের। এক পর্যায়ে এমএম নাসিমুজ্জামান লাঠি নিয়ে তেড়ে যান আলতাফ হোসেনকে মারতে। এছাড়াও অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন সহকারী প্রক্টর নাসিমুজ্জামান। এছাড়াও নাসিমুজ্জামান ভবনের বিভিন্ন কাজে অন্যায়ভাবে সুবিধা নিতে না পারা এবং ভবনের পেছনে ফাঁকা জায়গায় বাগান করা নিয়ে অন্যায়ভাবে প্রাধান্য বিস্তার করতে না পারার ক্ষোভে বিভিন্নভাবে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এ বিষয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় সাধারণ ডায়েরি করেন সহকারী অধ্যাপক আলতাফ হোসেন। ইবি থানার সাধারণ ডায়েরি নং: ২৩।

এ বিষয়ে সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক এমএম নাসিমুজ্জামান বলেন, ‘ওনার সাথে আমার কোনো পূর্ব শত্রুতা নেই। যে অভিযোগগুলো আছে আমি স্বজ্ঞানে বলছি এগুলো সব ভিত্তিহীন। ও হয়তো আমাকে ভুল বুঝেছে।’

ইবি থানার ওসি মোস্তাফিজ বলেন, ‘সহকারী অধ্যাপক আলতাফ হোসেন একটা সাধারণ ডায়েরি করেছেন। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষটা তদন্ত করবো।’
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, বিয়ষটি আমি জেনেছি। এ ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়। বিষয়টি নিয়ে আমরা উভয় শিক্ষককের সাথে কথা বলব।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
মেসির পর এবার দি মারিয়াকে হত্যার হুমকি
অবন্তিকার আত্মহত্যা : জবির সাবেক সহকারী প্রক্টরের জামিন নামঞ্জুর
অবন্তিকার মৃত্যু : রিমান্ড শেষে জেলহাজতে জবির সহকারী প্রক্টর 
X
Fresh