• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জামালপুরে চিকিৎসকদের চলমান ধর্মঘট প্রত্যাহার               

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২০, ১৮:২৫
The ongoing strike, of doctors in Jamalpur has been called off, rtv news
ছবি আরটিভি নিউজ

জামালপুরে রোগী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে স্বজন ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনদিন পর ধর্মঘট প্রত্যাহার করেছেন চিকিৎসকরা। আজ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জামালপুর সদর উপজেলার পাঁচ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর আহমেদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দের এক জরুরি আলোচনা সভায় চিকিৎসকদের চার দফা দাবি পযার্য়ক্রমে বাস্তবায়নের আশ্বাসে চলমান ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

ধর্মঘট প্রত্যাহার হওয়ায় জেলার সরকারি ও বেসরকারি হাসপাতালে পুরোদমে চিকিৎসা সেবা শুরু হয়েছে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (সাচিব) জামালপুর জেলার আহ্বায়ক ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. মোশায়ের উল-ইসলাম রহমান রতন আরটিভি নিউজ জানান, অনুষ্ঠিত আলোচনা সভায় চিকিৎসকদের চার দফা দাবি পযার্য়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

তাই আমরা ধর্মঘট প্রত্যাহার করেছি। তদন্ত প্রতিবেদন প্রকাশ হবার পর পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মাহফুজুর রহমান আরটিভি নিউজকে জানান, ধর্মঘট প্রত্যাহার হওয়ায় জেলার সব হাসপাতালে স্বাস্থ্যসেবা সচল হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh