• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, বিস্ফোরণে নিহত ৩

সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ ডিসেম্বর ২০২০, ১০:২৫
In Sylhet, a private car hit the back of a truck, killing 3 people in the explosion
সিলেটে ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কায় বিস্ফোরণের পর ঘটনাস্থলে উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস, ছবি: প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী কারের ধাক্কায় সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৪ জন মারাত্মক আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘনা ঘটে। তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিমবাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে মালবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী কার ধাক্কা দেয়। এতে কারের ভিতরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।

এ ঘটনায় তাৎক্ষণিক এলাকাবাসী ৯৯৯ এ কল দিয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে কল দিলে তারা এসে ৩ জনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত অবস্থায় ৪ জন যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেক হাসপাতালে প্রেরণ করে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বুধবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি নিউজকে বলেন, এ ঘটনায় ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্যামনগরে বিটুমিনের বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
দাওয়াত না পেয়ে বিয়ে বাড়িতে ককটেল বিস্ফোরণ, অতঃপর....
দগ্ধ আরও একজনের মৃত্যু
X
Fresh