• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বাসা নিতে গিয়ে নিহত যুবক চবি শিক্ষার্থী

শানে আলম সজল, চট্টগ্রাম

  ২৩ মার্চ ২০১৭, ২০:৫৫

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বেস্তামি থানার শহীদনগরে বাসা ভাড়া নিতে গিয়ে নৃশংস খুনের শিকার যুবকের পরিচয় মিলেছে। খুন হওয়া ওই যুবক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আলাউদ্দিন (২৩)।

বৃহস্পতিবার বিকেল পৌণে ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল মর্গে আলাউদ্দিনের বাবা শাহ আলম এবং ভাই সালাহউদ্দিন (১৮) এসে মরদেহ সনাক্ত করেন বলে জানিয়েছে পুলিশ।

বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আরটিভি অনলাইনকে জানান, আলাউদ্দিনের বাড়ি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকার মদনহাটে হেলাল চৌধুরীর বাড়িতে। তাকে কারা খুন করতে পারে, সে বিষয়ে এখনো পরিবারের সদস্যদের সাথে পুলিশ কথা বলতে পারেনি।

চট্টগ্রাম নগরীর পশ্চিম শহীদনগর এলাকার একটি ৪তলা ভবনের ৩তলার টয়লেটে বুধবার গভীর রাতে আলাউদ্দিনের মরদেহ পাওয়া যায়। বাসা ভাড়া নিতে এসে ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে মরদেহ উদ্ধারের পর পুলিশের পক্ষ থেকে বলা হয়। ওই যুবকের সঙ্গে আরো ৩ জন ছিলেন, যাদের খোঁজা হচ্ছে বলে জানান মহসিন।

দড়ি দিয়ে হাত-পা বাঁধা আলাউদ্দিনকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারণার কথাও বলেন তিনি।

পুলিশ জানায়, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে ৩ যুবক ও ১ তরুণী বাসা ভাড়া নেয়ার কথা বলে ৩তলার ঘরটি দেখতে যান। বাসাটি তাদের পছন্দ হয়েছে, বাসায় উঠতে প্রস্তত বলেও বাড়িওয়ালাকে জানান। কিছুক্ষণ পর দুই যুবক ও তরুণী মালপত্র আনার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান।

মহসিন বাড়িওয়ালার বরাত দিয়ে আরো জানান, পরে ঘর দেখতে গিয়ে যুবকের মরদেহ দেখতে পাওয়া যায়।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh