• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

দ্বিতীয় দফায় আজ ভাসানচর যাচ্ছে ১৮০৪ রোহিঙ্গা

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ ডিসেম্বর ২০২০, ১০:৫২
172 Rohingyas are going to Bhasanchar in the second phase today
দ্বিতীয় দফায় আজ ভাসানচর যাচ্ছে ২৮০৪ রোহিঙ্গা

দ্বিতীয় দফায় আরও ১ হাজার ৮০৪ জন রোহিঙ্গাকে আজ ভাসানচরে আনা হচ্ছে। গতকাল সোমবার ৪২৭টি পরিবারের এসব রোহিঙ্গাদের কক্সবাজার ক্যাম্প থেকে চট্টগ্রামে আনা হয়। আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) জাহাজে করে নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গাদের ভাসানচরে নেওয়া হবে।

রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো যেমন এর বিরোধিতা করছে, তেমনি নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে দেশি-বিদেশি নানা সংস্থা। সরকার ১ লাখ রোহিঙ্গার জন্য নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার ভাসানচরে পরিকল্পিত আবাসনসহ আধুনিক জীবন-যাত্রার ব্যবস্থা করে রেখেছে। পর্যায়ক্রমে নির্ধারিত রোহিঙ্গাদের এখানে স্থানান্তর করা হবে।

সরকারি সূত্রে জানা গেছে, দ্বিতীয় দফায় যেসব রোহিঙ্গা ভাসানচর যাচ্ছেন তাদের মধ্যে ১৩০ জনের বেশি প্রথম দফায় যাওয়া রোহিঙ্গাদের স্বজন। তারাই সেখান থেকে ভিডিও কলের মাধ্যমে ভাসানচরের পরিস্থিতি দেখিয়ে স্বজনদের আসতে উদ্বুদ্ধ করে।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্বেচ্ছায় ভাসানচর যান। সোমবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিএফ শাহীন কলেজে অবস্থানের পর আজই জাহাজযোগে এসব রোহিঙ্গাদের ভাসানচরের নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন...
কাফনের কাপড় পরে রোহিঙ্গা শিবিরে চাকরির দাবি

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
ভাসানচরের রোহিঙ্গাদের মাঝে পুলিশের ইফতার বিতরণ
ভাসানচরে পৌঁছাল আরও ১ হাজার ১৪১ রোহিঙ্গা
ভাসানচরের পথে আরও ১২৫০ জন রোহিঙ্গা
X
Fresh