• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রংপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক
  ২৩ মার্চ ২০১৭, ১৭:১৭

রংপুরের শাপলা চত্বর এলাকায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অকেজো ট্রান্সফরমার গোডাউনে আকস্মিক আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের রংপুর এবং হারাগাছের ৬টি ইউনিট প্রায় ১ ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে ।

বিদ্যুৎ অফিস এবং ফায়ার সার্ভিস জানায়, ভোর ৫ টার দিকে বিদ্যুৎ বিতরণ বিভাগের ট্রান্সফরমার সার্ভিসিং গোডাউনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে কতটাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা যায়নি। বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ফায়ার ব্রিগেট এন্ড সিভিল ডিফেন্স কর্মীরা ধারণা করছেন ।

ওই গোডাউনে দীর্ঘদিন থেকে নষ্ট পরে থাকা ট্রান্সফরমার ভেতর ফার্নেস ওয়েল থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করে ।

এ ঘটনায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে ২ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এপি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh