logo
  • ঢাকা সোমবার, ১৮ জানুয়ারি ২০২১, ৪ মাঘ ১৪২৭

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। 

বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি ইফাদ অটোস এর সামনে এ দুর্ঘটনা ঘটে৷ 

নিহত আবির হাসান (২৫) ধামরাইয়ের বাসিন্দা। তিনি মানিকগঞ্জ সদর থানার কর্মরত পুলিশ সদস্য (চালক)। 

হাইওয়ে থানা পুলিশ জানায়, সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে ধামরাই থেকে মানিকগঞ্জ যাচ্ছিলেন আবির। এসময় পেছন থেকে আসা এক অজ্ঞাত পিকাপভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

গোলড়া হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মনিরুল ইমলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্তের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এসএস
 

RTV Drama
RTVPLUS