• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিলেটে চলছে অটোরিকশা চালকদের ধর্মঘট

স্টাফ রিপোর্টার, সিলেট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২১ ডিসেম্বর ২০২০, ১৪:৪৮
Autorickshaw, drivers are on strike, rtv news
ছবি আরটিভি নিউজ

গ্রিল সংযোজনের সিদ্ধান্ত বাতিল ও ব্যাটারিচালিত রিকশা, অটোবাইক, মোটরবাইক, মিশুক ও প্রাইভেট গাড়ি দ্বারা যাত্রী পরিবহন বন্ধসহ পাঁচ দফা দাবিতে আজ সোমবার থেকে সিলেটে শুরু হয়েছে সিএনজিচালিত অটোরিকশার ধর্মঘট।

আজ সোমবার ভোর থেকে টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে সিলেট জেলা সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন রেজি. নং-চট্ট-৭০৭ ও সিলেট জেলা অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক জোট রেজি. নং-চট্ট-২০৯৭-এর সমন্বয়ে গঠিত ঐক্য পরিষদ।

গতকাল রোববার বেলা দুইটায় সিলেটের বিশ্বনাথ বাজারে সিএনজিচালিত অটোরিকশা কার্যালয় মাঠে সমাবেশ করে এই ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে। এই ৪৮ ঘণ্টার মধ্যে দাবিগুলো মানা না হলে ২৩ ডিসেম্বর সিলেটের সকল মহাসড়কে অবস্থা কর্মসূচি পালন করা হবে।

এদিকে, সিএনজি অটোরিকশার ধর্মঘটের ফলে নগরীসহ সিলেটের বিভিন্ন সড়কে সকাল থেকেই ভোগান্তিতে পড়েছেন যাত্রী সাধারণ। সিলেটে অফিসগামী বেশিরভাগ চাকরিজীবীদের যাতায়াতের অবলম্বন সিএনজি অটোরিকশা। কিন্তু আজ থেকে ধর্মঘট শুরু হওয়ায় সকালে তারা পোহান চরম ভোগান্তি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লঙ্কা প্রিমিয়ার লিগে দল কিনল বাংলাদেশি প্রতিষ্ঠান
১৬০০ মিটার দৌড়ে যেমন করলেন টাইগাররা
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরামের প্রতিনিধি দলের ঢাকা সফর
X
Fresh