• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুড়িগ্রামে অতিরিক্ত ঠান্ডায় জনজীবন কাহিল

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম, আরটিভি নিউজ

  ১৮ ডিসেম্বর ২০২০, ২০:২৯
Extreme cold, in Kurigram crippled public, rtv news
ছবি আরটিভি নিউজ

কুড়িগ্রামে গতকাল থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় উত্তরের জনপদ কুড়িগ্রামের জনজীবন ক্রমেই আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।অতিরিক্ত ঠান্ডায় এখানকার মানুষের মধ্যে নেমে এসেছে স্থবিরতা। সাধারণ নিম্নআয়ের মানুষজনের শীতে কাহিল অবস্থা।

আজ শুক্রবার কৃষি আবহাওয়া অফিস জানায়, গেলো ২৪ ঘণ্টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এদিকে গেলো দুই সপ্তাহ যাবত অব্যাহত কুয়াশা ও হিমেল হাওয়ায় ৯ উপজেলার সাধারণ মানুষজনের কষ্ট আরও বেড়েছে।

প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত কুয়াশার কারণে রাস্তাঘাট দেখা যায় না। ফলে যান চলাচলসহ স্বাভাবিকভাবে হচ্ছে না। শীতের দাপটে ভেঙে পড়েছে স্বাভাবিক কার্যক্রম। নিম্নআয়ের খেটে খাওয়া মানুষগুলোর কষ্ট এখন চরম আকার ধারণ করেছে। শীতবস্ত্র না থাকায় অনেকেই কষ্টে দিন পার করছেন।

বিশেষ করে চরাঞ্চলের ছিন্নমূল খেটে খাওয়া শীতার্ত মানুষের শীতবস্ত্র মারাত্মক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে, জেরারেল হাসপাতালসহ উপজেলার হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। যাদের মধ্যে অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পুলক কুমার সরকার জানান, শীত প্রচণ্ড হলেও এখনও তেমন শীতজনিত রোগে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে না। গেলো ২৪ ঘণ্টায় শিশু ও বৃদ্ধসহ ডায়রিয়া ও শ্বাসকষ্টে ভর্তি হয়েছে ১৮ জন। তবে ভর্তিকৃত রোগীদের চিকিৎসা অব্যাহত রয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়