logo
  • ঢাকা শনিবার, ১০ এপ্রিল ২০২১, ২৭ চৈত্র ১৪২৭

আনিসুল হকের কবিতা নিয়ে মঞ্চে এলো ‘৩২ নম্বর মেঘহল’ 

'Meghahal No. 32' came on stage with Anisul Haque's poem
আনিসুল হকের কবিতা নিয়ে মঞ্চে এলো ‘৩২ নম্বর মেঘহল’ 

মঞ্চে উঠলো গীতিনাট্য ৩২ নম্বর মেঘমহল। বুধবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় নরসিংদী জেলা শিল্পকলা একাডেমির মূল হলে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন শুরু হয়। বাঁধনহারা থিয়েটারের প্রযোজনায় সতেরো মিনিটব্যাপী এই গীতিনাট্যে অভিনয় করেছেন প্রায় ৪০জন অভিনয়শিল্পী।

সামাজিক দূরত্ব মেনে এই নাটক মঞ্চায়নকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার শাহেলা খাতুন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, জেলা শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষক জহিরুল ইসলাম মৃধাসহ সুধীসমাজের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দ।

আনিসুল হকের কবিতা ‘৩২ নম্বর মেঘের ওপারে’ অবলম্বনে এটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন কামরুজ্জামান তাপু। এ বিষয়ে নির্দেশক বলেন, এটি মূলত গীতিনাট্য। স্বাধীনতা পূর্ব অবস্থা, যুদ্ধচলাকালীন অবস্থা ও স্বাধীনোত্তর বাংলাদেশের অবস্থা ও পঁচাত্তরের নির্মম হত্যাকাণ্ড পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছি এই নাটকে।

পি

RTV Drama
RTVPLUS