সোনারগাঁয়ে ৩ দিন ধরে স্কুলছাত্র নিখোঁজ
নিখোঁজ স্কুলছাত্র জিসান আরাফ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মরিষটেক এলাকা থেকে জিসান আরাফ নামের এক শিশু গেলো তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।
সে স্থানীয় একটি স্কুলের প্রথম শ্রেণির ছাত্র। এ ঘটনায় শিশুটির বাবা মো. ইলিয়াস শেখ সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, গেলো ৩ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক বেলা ১২টার দিকে জিসান আরাফ উপজেলার মরিষটেকস্থিত তাদের বাসা থেকে বাইরে বের হয়।
এরপর সে আর বাসায় ফিরেনি। নিখোঁজ জিসানের গায়ের রং কালো, মুখমণ্ডল গোলাকার এবং তার পড়নে ছিলো গেঞ্জি ও সর্ট প্যান্ট।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আরটিভি নিউজকে জানান, থানায় জিডি হওয়ার পর পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
জেবি