• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে নিহত এক, আহত ৫

টাঙ্গাইল প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১২:৫৩
One killed, five injured, in autorickshaw-tractor collision, rtv news
ট্রাক্টরের ধাক্কায় দুমড়েমুচরে পড়া সিএনজিচালিত অটোরিকশা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাক্টরের সংঘর্ষে সিএনজির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজির পাঁচ যাত্রী।

শনিবার সকালে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক সড়কের উপজেলা ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক সেন্টু মিয়া (৩৫) উপজেলার চাষাভ্রাদা গ্রামের মজিদ মিয়ার ছেলে।

পুলিশ এবং এলাকাবাসী জানায়, শনিবার সকালে নাগরপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে সিএনজিটি উপজেলার ফায়ার সার্ভিসসংলগ্ন এলাকায় পৌঁছলে নাগরপুরগামী ইটবোঝাই অপর একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজির চালক নিহত হন। আহত হন পাঁচজন। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি আরটিভি নিউজকে নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা
স্পেনে বাংলাদেশ প্রেসক্লাবের ইফতার মাহফিল
X
Fresh