• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা

কুমিল্লা প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১২:৪৩
Tensions surrounding, the Brahmanpara Upazila, rtv news
কুমিল্লা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহেরের মৃত্যুর পর চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

নির্বাচনী প্রচারণায় ভোটারদের আলোচনায় রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী। মামলাসংক্রান্ত কারণে প্রার্থিতা বাতিল হয়ে যায় বিএনপির প্রার্থীর।

নির্বাচন ঘনিয়ে আসায় বাড়ছে হামলা, মামলা, অভিযোগ আর পাল্টা অভিযোগ। এসবের পরেও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস প্রশাসনের।

ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন ১০ ডিসেম্বর। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ এলাকাজুড়ে। যাচাই বাছাই শেষে নির্বাচনে লড়ছেন পাঁচজন প্রার্থী। তবে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর খান চৌধুরীর বিরুদ্ধে শক্ত প্রতিদ্ধন্দ্বিতার আভাস দিচ্ছেন সদ্য প্রয়াত চেয়ারম্যান আবু তাহেরের ভাই স্বতন্ত্র প্রার্থী আবু জাহের।

বিএনপি মনোনিত প্রার্থী জহিরুল হক মিঠুনের মনোনয়নপত্র বাছাইয়ের দিনে একটি মামলার তথ্য গোপন করার অভিযোগে বাতিল করা হয়। পরবর্তীতে হাইকোর্টে আপিল করেও তা ফিরিয়ে আনা সম্ভব হয়নি।

নির্বাচনে ভোট দিতে আগ্রহী ভোটারদের দাবি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ। তাদের প্রত্যাশা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের উন্নয়নে প্রতিশ্রুতি রাখবেন।

নির্বাচন যতই এগিয়ে আসছে অভিযোগ এবং পাল্টা অভিযোগে উত্তেজনা বাড়ছে দুই প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে। ইতোমধ্যেই হামলার অভিযোগও করেছেন তারা। মামলাও হয়েছে থানায়।

তবে একটি দাবিতে দুই প্রার্থীই অনড় সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে।' নির্বাচনে মোট ভোটার এক লাখ ৬০ হাজার ২০৮ জন। মোট কেন্দ্র ৬২। উপজেলা চেয়ারম্যান যিনিই নির্বাচিত হবেন জনগণের আশা-আকাঙ্কার প্রতিফলন করতে তারা প্রতিশ্রুতি রাখবেন এমনটাই আশা ভোটারদের।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত
সাকিবের কাঁধে ভর করে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ
আঙুরে বাংলাদেশের বর্ধিত শুল্ক তুলে নিতে আবেদন ভারতীয় চাষিদের
এপেক্স ইন্টারন্যাশনাল জার্নালিস্ট কাউন্সিলের বাংলাদেশ চ্যাপ্টারের কমিটি গঠন
X
Fresh