• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

হাতিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

হাতিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ ডিসেম্বর ২০২০, ১১:২০
A drug dealer along, with yaba was arrested, rtv news
হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোটখালী গ্রাম থেকে ইয়াবাসহ আটক রাজিব

হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের জোটখালী গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। তার কাছ থেকে ৭৭ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে তাকে আটক করা হয়। পরে শনিবার সকালে জব্ধ করা ইয়াবাসহ তাকে হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে কোস্টগার্ডের একটি টিম গতকাল শুক্রবার রাতে বুডিরচর ইউনিয়নের জোটখালী গ্রামে অভিযান পরিচালনা করে।

এ সময় রাজিবকে সন্দেহজনকভাবে আটক করে তার শরীর তল্লাশি করে ৭৭ পিস ইয়াবা পাওয়া যায়। রাজিব বুড়িরচর ইউনিয়নের জোটখালী গ্রামের মো. ইয়াসিনের ছেলে। তিনি ২০১৮ সালে মাদকসহ আরও একবার গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে হাতিয়া থানায় মাদকসহ চারটি মামলা রয়েছে। তিনি হাতিয়া থানার ওয়ারেন্টভুক্ত আসামি।

এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া আরটিভি নিউজকে জানান, রাজিবকে জব্ধ করা ইয়াবাসহ হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মাদক আইনে মামলা দেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
নেসলের শিশুখাদ্য নিয়ে ভয়াবহ তথ্য
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
মেসির আগমন নিয়ে যা বললেন পাপন
X
Fresh