গোপালপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
গোপালপুরে বাল্য বিয়ে বন্ধ করলেন এসিল্যান্ড
টাঙ্গাইলের গোপালপুরে নবম শ্রেণিতে পড়ুয়া সোনিয়া নামের এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা। সোনিয়া গোপালপুর সূতি হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ও সূতি দীঘুলিপাড়া গ্রামের মো. সোলায়মান হোসেনের মেয়ে।
গোপালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া ইসলাম সীমা জানান, উপজেলার সূতি দীঘুলিপাড়া গ্রামের মো. সোলয়মান হোসেনের নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বাল্য বিয়ে হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সোয়া আটটার দিকে পুলিশ নিয়ে ওই বাড়িতে হাজির হন তিনি। পরে ঘটনার সত্যতা পেয়ে বিয়ে বন্ধ করে দেন। উপযুক্ত বয়সের আগে মেয়ে বিয়ে দিবেন না বলে প্রতিশ্রুতি দেয় মেয়ের পরিবার।
পি