• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

২২ কেজি ওজনের মাছ দেখতে উৎসুক জনতার ভিড়

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ২২:১৭
Crowds of people eager to see the fish weighing 22 kg
২২ কেজি ওজনের মাছ দেখতে উৎসুক জনতার ভিড়

নওগাঁর মান্দা উপজেলার সতিহাট বাজারে এই প্রথম ১৯ হাজার টাকায় একটি বাঘাইড় মাছ বিক্রি হয়েছে। মাছটির ওজন সাড়ে ২২ কেজি বলে জানা গেছে।

সতিহাট বাজারের আফ্রিদী ড্রেস কালেকশনের প্রোপাইটর সাইফুল ইসলাম এবং কিওর মেডিসিন কর্নারের প্রোপ্রাইটর মহসীন আলী বলেন, বৃহস্পতিবার বিকেলে এক আগন্তুক সাড়ে ২২ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ঘাড়ে করে নিয়ে সতিহাট বাসস্ট্যান্ড এলাকায় ঘুড়তে ছিল।

এরপর ওই লোকটির মাছ সাড়ে ৮শ টাকা দরে ওষুধের দোকানদার আবুল কালাম আজাদ ওরফে ভোটোসহ ১৯ জন মিলে কিনে নেয়। পরবর্তীতে ওই লোকের কাছ থেকে মাছটি কেটে নেওয়ার পর সন্ধ্যায় যে যার মতো বাড়ি ফিরে যায়। তবে যারা কিনতে পারেননি তারা ব্যাপক আফসোস করেন।

এ সময় বড় মাছ আসার খবর শুনে বাজারে ভিড় জমান অনেকে। উৎসুক মানুষকে মাছের সঙ্গে সেলফি ও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায়।

সতিহাট বাজারে আসার আগে মান্দার ফেরিঘাটে অবস্থানকালে ওই মাছ ব্যবসায়ী জানান, আত্রাই নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। এরপর মাছটি সতিহাট বাজারে নিয়ে আসেন তিনি। উপযুক্ত দাম পাওয়ায় তিনি ব্যাপক খুশি হয়েছেন।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
বৃষ্টির সঙ্গে পড়ল ২৫০ গ্রাম ওজনের শিলা
মিউজিক ভিডিওর মডেল হলেন ধীমন বড়ুয়া
সালমানের জন্য অঝোরে কাঁদলেন রাখি সাওয়ান্ত (ভিডিও)
X
Fresh