• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিকল বাসটিতে ধাক্কা দিচ্ছিলেন তারা

টাঙ্গাইল (দক্ষিণ)  প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৫৮
The victims were, pushing the crippled bus, rtv news
টাঙ্গাইলে দুর্ঘটনাকবলিত ট্রাকটিকে ক্রেন দিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় ট্রাক চাপায় ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন।আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে।

গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফর হোসেন জানান, সকালে রংপুর থেকে ছেড়ে আসা সেবা ক্লাসিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মির্জাপুর উপজেলার কুর্নি এলাকায় পৌঁছালে বাসটি বিকল হয়ে যায়। পরে মেরামতের জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করানো হয়।

একপর্যায়ে বাসের যাত্রীরা বাসটিকে পেছন থেকে ধাক্কা দিতে থাকে। এসময় একই দিক থেকে একটি ট্রাক পেছন থেকে বাসটির ওপরে তুলে দেয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহত হয় আরও কমপক্ষে সাতজন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও দুইজন নিহত হয়। বাস ও ট্রাক আটক করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
টাঙ্গাইলে শাড়ি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন তাঁতীরা
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
বঙ্গবন্ধু রেল সেতুর পৌনে ৪ কিলোমিটার দৃশ্যমান
X
Fresh