• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মাদারীপুরে করোনার রিপোর্ট মিলবে ৩০ মিনিটে

মাদারীপুর, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ১৩:৪৯
Corona's report, will be available in Madaripur, rtv news
প্রতীকী ছবি

মাদারীপুরে শনিবার থেকে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। এর ফলে ৩০ মিনিটেই করোনার রিপোর্ট পাওয়া যাবে।

জেলার সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, স্বল্প সময়ে নভেল নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্তের লক্ষ্যে দেশের ১০টি জেলায় শুরু হতে যাচ্ছে অ্যান্টিজেন টেস্ট।

এর লক্ষ্যে শনিবার মাদারীপুর জেলায়ও শুরু হচ্ছে এই কার্যক্রম। আড়াইশ’ শয্যার নতুন ভবনে নিচতলায় প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হবে। নমুনা সংগ্রহের পরবর্তী ৩০ মিনিটের মধ্যেই এই রিপোর্ট পাবেন রোগীরা। এজন্য একজন মেডিকেল অফিসার, একজন ল্যাব টেকনিশিয়ান ও একজন পরিসংখ্যানবিদ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

মাদারীপুরের সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. এইচএম খলিলুজ্জামান জানান, মাদারীপুর জেলায় করোনাভাইরাস পরীক্ষা করার জন্য কোনও ল্যাব মেশিন নেই। এখান থেকে রোগীদের নমুনা সংগ্রহ করে রাজধানী ঢাকায় পাঠাতে হতো। ফলে রিপোর্ট আসতে সময় লাগতো দুই থেকে তিনদিন। শনিবার সকাল থেকে দ্রুত রিপোর্ট প্রদানের লক্ষ্যে শুরু হচ্ছে অ্যান্টিজেন পরীক্ষা। রোগীদের সেবায় প্রস্তুত জেলার স্বাস্থ্য বিভাগ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা আজ, মানতে হবে যেসব সতর্কতা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
প্রাথমিকের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব সতর্কতা
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
X
Fresh