• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় পরিবার কল্যাণ সেবার এ্যাডভোকেসি সভা

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ১২:০৪
Advocacy meeting, of Naogaon Family, rtv news
ছবি আরটিভি নিউজ

‘করোনাকালে অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি, স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি’ এ স্লোগানকে ধারণ করে নওগাঁর নিয়ামতপুর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

আগামী ছয় থেকে আট ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপী সারা দেশের বিভাগ, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে পরিবার পরিকল্পনা সেবা চলবে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।

সভায় ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এনামুল হকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার সেলিম উদ্দিন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন, বরেন্দ্র আলিম মাদরাসার অধ্যক্ষ আতিকুল ইসলাম ও উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র মন্ত্রণালয়
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
X
Fresh