• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আল্লাহু আকবর, আল্লাহু আকবর’  বলতে বলতে আজানরত মুয়াজ্জিনের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৪ ডিসেম্বর ২০২০, ০৯:৩২
Allahu Akbar, Allahu Akbar, 'is the death, rtv news
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ

‘‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসুল্লিদের জন্য নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কদ্দুছ (৬৫)।

তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী খান্দার গ্রামের মো. সুরুজ আলীর ছেলে মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনও আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে মুয়াজ্জিন মেঝেতে পড়ে রয়েছেন। মুসুল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এ মসজিদে দেড় যুগ ধরে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ইমাম শাফায়েত আরও জানান, রাত এশার নামাজের পর পারবারিক গোরস্থানে দাফন করা হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বরিশালে মসজিদে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
সেহরিতে মসজিদের মাইকে অনবরত ডাকাডাকি, যা বললেন আহমাদুল্লাহ 
রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
X
Fresh