• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

স্ত্রীকে এসিড নিক্ষেপ, সাবেক স্বামীকে গণধোলাই

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৩ ডিসেম্বর ২০২০, ০৮:২২
স্ত্রীকে এসিড নিক্ষেপ, সাবেক স্বামীকে গণধোলাই
ফাইল ছবি

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে এসিড নিক্ষেপ করেছে সাবেক স্বামী। এসময় চোখ ও মুখসহ বুক পর্যন্ত ঝলসে যাওয়া তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি রঞ্জু মিয়াকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

বুধবার (০২ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার জামগড়ায় এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারীর নাম দোলনা আক্তার রিমা (১৮)। তিনি আশুলিয়ায় দি ড্রেস এন্ড দি আইডিয়াস পোশাক কারখানায় চাকরি করেন। রিমার গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহ থানায় ও অভিযুক্ত সাবেক স্বামী রঞ্জু মিয়া বাড়িও একই এলাকায়।

পুলিশ ও ভুক্তভোগী মেয়ের পরিবার জানায়, দোলনা আক্তার নামে ওই তরুণী কাজ শেষে বাড়ি ফিরছিল। পথে জামগড়ায় একটি সড়কে আগে থেকে ওঁত পেতে থাকা রঞ্জু তাকে এসিড নিক্ষেপ করে। এসময় স্থানীয়রা ঝলসে যাওয়া নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ও সাবেক স্বামীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

জানা যায়, গত ৩ মাস আগে পারিবারিক কলহের জের ধরে তাদের ডিভোর্স হয়। পরে তরুণী আশুলিয়ায় এসে পোশাক কারখানায় চাকরি নেয়। এতে ক্ষিপ্ত হয়ে রঞ্জু মিয়া গ্রাম থেকে আশুলিয়ায় এসে দোলনা আক্তারকে এসিড নিক্ষেপ করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, এ ঘটনায় মামলা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবধান চোর ভাই, বাজারে আসছে ‘গণধোলাই’
‘মজুতকারীদের গণধোলাই দেওয়া উচিত’
X
Fresh