• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

টাঙ্গাইলে মাস্ক না পড়ায় ৯ জনকে জরিমানা

কামাল হোসেন, টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি, আরটিভি

  ০২ ডিসেম্বর ২০২০, ১৭:৪৫
টাঙ্গাইলে মাস্ক না পড়ায় ৯ জনকে জরিমানা
মাস্ক না পড়ায় ৯ জনকে জরিমানা

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার (২ ডিসেম্বর) দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভুঞাপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। এসময় মাস্কবিহীন রাস্তায় বের হওয়া ও অযথা ঘুরে বেড়ানোয় কারণে নয়জনকে এক হাজার ৪শ’ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসেন বলেন, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পড়া নিশ্চিত করতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। করোনার ঝুঁকি এড়াতে এবং জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
নওগাঁয় ৩ ক্লিনিকে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
X
Fresh